সর্বশেষ আপডেট জানুয়ারি ১২, ২০২২ | ইমরান
নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের আসানপুর বাজার সংলগ্ন মেলা হতে পুলিশ গত কাল বুধবার ভোরে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ৩ জুয়ারিকে আটক করেছে। আটককৃতরা হলেন, নোয়াপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোঃ জিয়াউর রহমান (২২), আব্দুল বাতেনের ছেলে মোঃ তারেক (১৮) ও জসিম উদ্দিনের ছেলে মনির হোসেন (১৮) কে গ্রেফতার করার পর নিকলী থানার পুলিশ গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেন। পুলিশ জানায়, তিন জন জুয়ারির নিকট থেকে এক বান্ডের তাস, একটি কাথা ও নগদ ৫৭০ টাকা উদ্বার করেছেন বলে স্বিকার করেন।