সর্বশেষ আপডেট আগস্ট ২৩, ২০২১ | ইমরান
আর্জেন্টিনা দলের সামনে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই তিনটি ম্যাচের জন্য ৩০জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।
কোপা আমেরিকার পর এই প্রথম মাঠে নামতে যাওয়া আর্জেন্টিনা স্কোয়াডের ২৮ খেলোয়াড়ের মধ্যে দুজন বিশ্বকাপ বাছাইপর্বের এই প্রাথমিক দলে জায়গা পাননি। এরা হলেন- গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন ও স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। তবে দলে ফিরেছেন চার খেলোয়াড়। পাওলো দিবালা, এমিলিয়ানো বুয়েনদিয়া, জেরোনিমো রই ও হুয়ান ফয়েথ।
আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলা, ৬ সেপ্টেম্বর ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
গত দুই বছরের মধ্যে প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পেলেন জুভেন্টাস ফরোয়ার্ড দিবালা। মার্চেসিনের জায়গায় সুযোগ পেয়েছেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুই। চোটের কারণে মাউরো ইকার্দির বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরের এসব ম্যাচে না থাকার খবর নিশ্চিত হওয়া গেছে আগেই। ৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি।