সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ১৩, ২০২১ | ইমরান
দেশে রবিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত তিন কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনা’র টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি নয় লাখ ২২ হাজার ৭১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন।
রবিবার পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ এক কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৩২০ এবং নারী ৯০ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।
অন্যদিকে, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮০ লাখ ৫১ হাজার ৩৬০ এবং নারী ৫৮ লাখ তিন হাজার ৬৮৬ জন।
এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা’র এক কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। ফাইজার-এর টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৯১১ ডোজ। সিনোফার্ম-এর টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ। মডার্না’র ৪৮ লাখ ২২ হাজার ৫২২ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।