সর্বশেষ আপডেট জুলাই ৩১, ২০২১ | ইমরান
মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিআইডি শাখার সাব-ইন্সপেক্টর আঃ মান্নান খানের (৪৭) মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী জেলার সিআইডি বিভাগের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। আঃ মান্নান হোসেনপুর উপজেলার চরহাজিপুর গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের পুত্র। বৃহস্পতিবার নিজ কর্মস্থল নরসিংদী থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার ভোরে তার বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আদনান আখতার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জামাতা এনামুল হক জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে যান।