সর্বশেষ আপডেট জুলাই ১৫, ২০২১ | ইমরান
দর্পণ ঘোষ, স্টাফ রিপোর্টার:
রুপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে আহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের পারুল আক্তারকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কটিয়াদী উপজেলা নির্বাহি অফিসার জ্যোতিশ্বর পাল রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে আহত পারুল আক্তারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। আ এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলাম, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমসসহ এলাকাবাসী । এর আগে কটিয়াদী উপজেলা নির্বাহি অফিসার জ্যোতিশ্বর পাল অগ্নিকাণ্ডে আহত পারুল ও তাঁর পরিবারের খোঁজখবর নেন।