সর্বশেষ আপডেট জুলাই ১৭, ২০২১ | ইমরান
এম.এ. হালিম, ভৈরব :
ভৈরবে ১শ কর্মহীন অসহায় সার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক কর্মচারী পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তার ত্রাণ বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম , সার ব্যবসায়ী নেতা সাংবাদিক আসাদুজ্জামান ফারুক।
প্রত্যেক পরিবারের মাঝে উপহার হিসেবে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল ২ কেজি আলু প্রদান করা হয় ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারাজানা জানান, করোনা মহামারীর শুরু থেকেই সরকার সারাদেশের দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবার গুলোকে খাদ্য সহায়তা করে আসছেন। চলমান কঠোর লকডাউনেও সরকারের এসব সহযোগিতা অব্যহত থাকবে।