সর্বশেষ আপডেট জুলাই ২৮, ২০২১ | ইমরান
এম.এ হালিম, ভৈরব:
ভৈরবে করোনায় কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ভৈরব বাজর ঋষি পট্রির ৬০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম । প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলু, ১ কেজি পেয়াজঁ বিতরন করা হয় । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, করোনায় কর্মহীন ,অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রতিদিন খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে । মানুষ যাতে লক ডাউন মেনে চলে, ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হয় ও স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য এ খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে ।