সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ১৯, ২০২১ | ইমরান
হোসেনপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাপাসাটিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন (৭৫) কিশোরগঞ্জ শহরের হারুয়া নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শনিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ বহুগুনগ্রাহী রেখে যান। রোববার দুপুরে কাপাসাটিয়া গ্রামের নিজ বাড়ীতে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.এহছানুল হক জানাযা পূর্ব সমাবেশে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।