সর্বশেষ আপডেট আগস্ট ১৭, ২০২১ | ইমরান
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা আক্তার খাতুনের কার্যালয়ে গত সোমবার বিকেলে ছয় জন হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাজিতপুর সোনালী ব্যাংক লিঃ। নগদ অর্থ বিতরণকালে ইউএনও মোরশেদা আক্তার খঅতুনের সভাপতিত্বে প্রতি জন পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৬ জনকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। সোনালী ব্যাংক সূত্রে জানাগেছে, করোনা ভাইরাস চলাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপাজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদা আক্তার খাতুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলনাহার ফারুক ও বাজিতপুর সোনালী ব্যাংক লিঃ এর শাখা ব্যাবস্থাপক মোঃ হাবিবুর রহমান। সূত্রটি আরো জানায় সোনালী ব্যাংক লিঃ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বা চেক বিতরণ করে।