সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ১৬, ২০২১ | ইমরান
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের তেঘরিয়া ইটখলা প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার এসিআই মটরস্ লিমিটেডের ম্যানেজার রিয়াদ আরেফিন রিয়াদের নেতৃত্বে এসিআই মটরস্ লিমিটেডের ফ্রি সার্ভিসিং ক্যাম্প, সোনালিকা ট্রাক্টর নিয়ে মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় ২২ জন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ১২টি ট্রাক্টরকে ফ্রি সার্ভিসিং দেওয়া হয়। এদের মধ্যে থেকে খেলায় অংশ গ্রহণকারী ৩ জন কে পুরষ্কৃত করেন ও ফ্রি সার্ভিসিং থেকে ২ জন কে পুরষ্কৃত করা হয়। এসময় এসিআই কোম্পানির ম্যানেজার রিয়াদ আরেফিন রিমন, সার্ভেসিং ইঞ্জিনিয়ার জামিল খান, রি কোভারী এরিয়া হেড মোঃ আব্দুল আলিম উপস্থিত ছিলেন।