সর্বশেষ আপডেট জুলাই ১১, ২০২১ | ইমরান
আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল :
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক লীগ তাড়াইল উপজেলা শাখার সাবেক আহবায়ক মো. ফয়েজ উদ্দিন এঁর লাশ জানাজা শেষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার স্থানীয় তাড়াইল-সাচাইল গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১১ জুলাই) বাদ জোহর উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পরিচালনা করেন তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আলহাজ্ব মো. ফয়েজ উদ্দিন। জানাজা শুরুর আগে মরহুম মো. ফয়েজ উদ্দিন এঁর বড় ছেলে স্কুল শিক্ষক মো. মাহবুবুর রহমান তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল ও কালনা গ্রামের বাসিন্দা তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জিল্লুর রহমানসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ তাঁর জানাজায় অংশ নেয়। পরে স্থানীয় তাড়াইল-সাচাইল গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবীণ ওই রাজনৈতিক ও সমাজসেবক মো. ফয়েজ উদ্দিন শনিবার (১০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালনা গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।