সর্বশেষ আপডেট জুলাই ১৫, ২০২১ | ইমরান
সারওয়ার জাহান, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ জেলা সদর সহ ১৩ উপজেলায় করোনা কালীন লক ডাউনে বিপুল সংখ্যক প্রবাসীর ঢল এখন জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসে।
করোনা মহামারী কোভিড ১৯ মোকাবেলায় ছুটিতে আসা প্রবাসীদের ভ্যাকসিন গ্রহনের সরকারী নির্দেশনার আলোকে গত ২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লগ ডাউন চলাকালীন জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্বাস্হ্য বিধির অনুসরণে সীমিত জনবল দিয়ে ১৪৮০(এক হাজার চারশত আশি) জন প্রবাসী ও বিদেশে গমনেচ্ছু ভিসাধারীকে প্রয়োজনীয় তথ্যপ্রমানের ভিত্তিতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
এব্যাপারে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলী আকবর এ প্রতিনিধি কে এক সাক্ষাৎকারে বলেন আমাকে অনলাইনে সদর দপ্তর থেকে অফিস খোলা রাখার নির্দেশনা দিলে আমার সহকর্মী দের নিয়ে কাজ শুরু করি।
বিপুল সংখ্যক প্রবাসী ও বিদেশে গমনেচ্ছু দের অফিসিয়াল সময়ের বাইরেও রাত জেগে এ সেবা সম্পন্ন করা হয়। আল্লাহ’র রহমতে অফিসে লোকের সমাগম হতে দেইনি। আমার সাধ্যমত সার্বিকভাবে ঝামেলামুক্ত পরিবেশে সেবা দিয়ে যাচ্ছি।