সর্বশেষ আপডেট অক্টোবর ৫, ২০২১ | ইমরান
ইমরান হোসেন, বার্তাকক্ষ :
কিশোরগঞ্জের কৃতি সন্তান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন এর শুভ জন্মদিন উপলক্ষ্যে জেলা ছাত্রলীগ ও যুবলীগের একঝাঁক তরুন আনন্দ মুখোর পরিবেশে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌরপার্ক উদ্যানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
মো: সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতা কর্মীরা উনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও গরীব অসহায় ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম জেসন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিটুল, জেলা ছাত্রলীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক খালিদ হাসান তুষার, মো: মামুন, মো: সোহেল, প্রমুখ উপস্থিত ছিলেন।