সর্বশেষ আপডেট জুলাই ৭, ২০২১ | ইমরান
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল ও টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সহশ্রাম ধূলদিয়া ও করগাঁও ইউনিয়নের ১২০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। এসময় প্রতিজনকে ২০ চাল ও ৮শ ৫০ টাকা দেয়া হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম প্রমুখ।