সর্বশেষ আপডেট জুলাই ১২, ২০২১ | ইমরান
দর্পণ ঘোষ, স্টাফ রিপোর্টার:
বিশিষ্ট শিল্পপতি , যমুনা গ্রুপ , দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে স্বজনের উপজেলা শাখার সহ-সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ খুররাম এর সভাপতিত্বে ও স্বজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মাসুম পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, মানবজমিন প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা রফিকুল হায়দার টিটু, নয়াদিগন্ত প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান, উপ সহকারী কৃষি কর্মকর্তা ও স্বজনের কৃষি বিষয়ক সম্পাদক রাসেল মাহবুব ,দৈনিক দেশ সংবাদের স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, বাংলাদেশের আলো ও দৈনিক আজকের সারাদিন প্রতিনিধি দর্পন ঘোষ, খোলা কাগজ প্রতিনিধি আতিকুর রহমান কাজিন, আজকের পত্রিকা প্রতিনিধি মুজাহিদ বিন জালাল, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি মোফাসসেল সরকার, স্বজন মাহফুজ পাঠান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন স্বজনের সহ সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ তাহের ।