সর্বশেষ আপডেট আগস্ট ১১, ২০২১ | ইমরান
মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর:
ক্ষুধা নিবারনের উপায় খাদ্য, আর খাদ্য যোগানোর জন্য দরকার শ্রমিকের হাত। পরিবারের লোকজনের অন্ন যোগাতে আখ ভাঙ্গানোর মেশিনে হঠাৎ ডান হাত ক্ষত বিক্ষত হয়ে পঙ্গুত্ব বরণ করতে চলছে হাবুল মিয়া।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গণমানপুরুরা গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র হাবুল মিয়া।
করোনা কালীন সময়ে অন্য কোনো পেশা না পেয়ে আখ থেকে রস বের করে বিক্রি করে আসছিল দরিদ্র হাবুল মিয়া। গত ১৯ জুলাই স্থানীয় ভাবে আখের রস বিক্রি করার সময় মেশিনের ভিতরে ডান হাত ঢুকে ক্ষত বিক্ষত হয়ে ছিল।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহরের মিডটাউন হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যরা ধার কর্জ করে সাময়িক ভাবে হাবুলের চিকিৎসা করায়। এতে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি।
হাবুল মিয়ার স্ত্রী ময়না আক্তার জানান, আমার পরিবারে ৫ জন কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনশীল স্বামীর ডান হাত ক্ষত হয়ে যাওয়ায় পরিবারের খাবার যোগাড় ও তার চিকিৎসা করাতে সমস্যা হচ্ছে। তিনি আরও জানান, অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিনা। তাই স্বামীর চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ করছি।