সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ২০, ২০২১ | ইমরান
রোশন সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগে স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতে মামলা করেছিলেন রোশন সিং। আদালতের সমন পাঠানো হয়েছিল অভিনেত্রী শ্রাবন্তীকে। নির্দিষ্ট তারিখে নিজে না এলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন এই নায়িকা।
চলতি বছরের জুন মাসে স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান, এই আবেদন করে মামলা করেন রোশন। বেশ কয়েকবার এই মামলার শুনানি হয়েছে। ১৬ সেপ্টেম্বর রোশনের আইনজীবীর কাছে শ্রাবন্তীর জবাব পৌঁছায়। সেখানে লেখা রয়েছে যে, তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। রোশনের সঙ্গে সংসার করা শ্রাবন্তীর পক্ষে একেবারেই সম্ভব নয়। বেশ কিছু অভিযোগও করেছেন রোশনের বিরুদ্ধে। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, গত বছর রোশন-শ্রাবন্তীর সম্পর্কে ফাটল ধরে। আলাদা থাকতে শুরু করেন দম্পতি। চলতি বছরে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী এমনই গুঞ্জন রয়েছে।