সর্বশেষ আপডেট জুলাই ৩১, ২০২১ | ইমরান
মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস ও চলমান লকডাউনের মধ্যে সুন্নতে খৎনা অনুষ্ঠান বন্ধ করে দিলেন এসিল্যান্ড।
স্থানীয় ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নের ধলাপাতা গ্রামের আব্দুস সাত্তার তার শিশু পুত্রের জন্য সুন্নতে খৎনা অনুষ্ঠানের দিন ধার্য করে। এতে প্রায় ৬ শতাধিক মেজবানের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
খবর পেয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. আবুবকর সরকার ঘটনা স্থলে পোঁছে অনুষ্ঠান বন্ধ করে দেন। অনুষ্ঠানের আয়োজক আব্দুস সাত্তার ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
করোনা ও লকডাউনের মধ্যে আচার অনুষ্ঠান বন্ধ থাকা সত্বেও বিধি নিষেধ অমান্য করায় আব্দুস সাত্তারের বড় ছেলে সাগর মিয়াকে ২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অপরদিকে অনুষ্ঠানের খাবার উপজেলার স্থানীয় দুইটি এতিমখানায় প্রেরণ করা হয়েছে।