সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ২, ২০২১ | ইমরান
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্য বিবাহ পন্ড করে বর ও কনের পিতাকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাাট ঘটেছে বৃহস্পতিবার পৌর এলাকার পশ্চিম দীপেশ্বর গ্রামে।
সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের মো. রফিক মিার কন্যা খাদিজা (১৫) এর সাথে শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমার গ্রামের আ: লতিফের পুত্র সোহেল মিয়া (২২) এর সাথে বৃহস্পতিবার বিবাহের দিন ধার্য করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া পারভেজ ঘটনা স্থলে পৌঁছে বাল্য বিবাহের আয়োজন পন্ড করে দিয়ে বর ও কনের পিতাকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া হবে না এই মর্মে কনে পক্ষের অভিভাবকের কাছ থেকে মুচলেখা নেয়া হয়।
এ সময় পেশকারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএকাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মন।