সর্বশেষ আপডেট আগস্ট ১৬, ২০২১ | ইমরান
এম.এ হালিম, বার্তা সম্পাদক ॥
ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে ভ্র্যাম্যমান আদালত । এ সময় ১০ জেলেকে আটক করে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত ।পরে জব্দকৃত জাল গুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হয় । ধ্বংস কৃত মালামালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানা যায় আজ ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাড়ে ৮শ ফুট রিং জাল ও ১ লাখ ফুট কারেন্ট জাল জব্দ করেছে স্থানীয় মৎস্য অফিস।এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জেলেকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার লতিফুর রহমান সুজন।