সর্বশেষ আপডেট জুলাই ২৮, ২০২১ | ইমরান
স্টাফ রিপোর্টার:
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধ বার বিকেল ৩ টার দিকে জেলার তাড়াইল থানাধীন ঘোষপাড়া এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় ১আসামীকে আটক করেছে।
জানাযায়, গত ২৬ জুলাই ৭টার দিকে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন ঘোষপাড়া মোড়স্থ জনৈক লতিফ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ফুটবল খেলাকে কেন্দ্র করে নাজমুল হুদা ইফান(১৮) নামের এক যুবককে দুর্বৃৃত্তরা ধারালো দা ও ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় হত্যা মামলা রুজু হলে পলাতক আসামীদের গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই পরিপেক্ষিতে আজ বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন ঘোষপাড়া এলাকা থেকে রমজান মিয়ার পুত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ মারুফ মিয়া(২০)কে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে:কমান্ডার এম শোভনখান (বিএন) জানান, প্রথামিক জিজ্ঞাসাবদে আসামী উক্ত খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।তিনি আরো বলেন এজাহার ভুক্ত পলাতক অন্যান্য আসামীদের আটকের জন্য র্যাবের অভিযাান চলমান থাকবে।