সর্বশেষ আপডেট আগস্ট ২৮, ২০২১ | ইমরান
স্টাফ রিপোর্টার:
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত শুক্রবার (২৭ আগষ্ট) বেলা ১২টা দিকে জেলার করিমগঞ্জ থানার বালিখোলা বাজার এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন তুকচাঁনপুর গ্রামের মৃত আক্কাছ মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী নিজাম মিয়া (৫০ কে উল্লেখিত সংখ্যক গাঁজাসহ হাতে নাতে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বিএন) জানান, নিজাম মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।