সর্বশেষ আপডেট জুলাই ১৩, ২০২১ | ইমরান
স্টাফ রিপোর্টার:
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার বেলা ২টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন নিয়ামতপুর এলাকা হতে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার করিমগঞ্জ থানাধীন নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রোহা গ্রামের সামছুল হকের পুত্র মাদক ব্যবসায়ী মো: সুমন (২০) কে উল্লেখিত সংখ্যক ইয়াবাট্যাবলেটসহ হাতে নাতে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বিএন) জানান, মোঃ সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।