সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ৫, ২০২২ | ইমরান
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অনিল পাল (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিল পাল (৬২) উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃৎশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, শুক্রবার রাতে রামপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন অনিল পাল। পথে রামপুর এলাকার ফকির বাড়ির সামনে অজ্ঞাত একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ব্যবসায়ী সুভাষ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।