সর্বশেষ আপডেট অক্টোবর ২১, ২০২১ | ইমরান
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রথখলা এলাকায় সজীব মেডিকেল হল নামে একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। উল্লেখিত মেডিকেল সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা: সজীবুল ইসলাম নিজ ভবনকে বানিজ্যিকভাবে আলোকিত করার হীন উদ্দেশ্যে সরকারী খুঁটি ব্যবহার করে এবং পৌরসভার সংযোগ থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। প্রতিটি বাতি হাজার ভোল্টের উপর ক্ষমতা সম্পন্ন। সাধারণ মানুষ এই ধরণের ভদ্রবেশী অপরাধের পরিসমাপ্তি চায়। খোঁজ খবর নিয়ে জানাগেছে, পিডিবির কতিপয় দুর্নীতিবাজ কর্মচারীরা এই অপকর্মের সাথে জড়িত।