সর্বশেষ আপডেট অক্টোবর ১৯, ২০২১ | ইমরান
এম.এ হালিম,ভৈরব ( কিশোরগঞ্জ) সংবাদদাতা : ভৈরবে নিসচার ( নিরাপদ সড়ক চাই )মাস্ক লিফলেট,বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিসচা ভৈরব শাখার আয়োজনে আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে বিভিন্ন যানবাহনের চালকদেরকে দূর্ঘটনা রোধে সচেতনা তৈরী, মাস্ক ও লিফলেট বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন সহকারি কমিশনার ( ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ । এ সময় বক্তব্য রাখেন নিসচা ভৈরব শাখার সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না,সহ-সাধারন সম্পাদক জসিম উদ্দিন রবিন । অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন নিসচা ভৈরব শাখার সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন ।