সর্বশেষ আপডেট অক্টোবর ২৩, ২০২১ | ইমরান
মহিউদ্দিন লিটন:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের ধারীশ্বর গ্রামের পিতা মৃত নূর মোহাম্মদের বখাটে ছেলে সুজন মিয়া (৩৫) একই গ্রামের আশরাফুল ইসলামের প্রথম শ্রেণির পড়–য়া ছাত্রীকে একটি পরিত্যক্ত ঘরে গত বুধবার দুপুরে ধর্ষনের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে বখাটে সুজন মিয়া (৩৫) কে নিকলী থানার পুলিশ গ্রেফতার করার পর গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলে পাঠিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুজন মিয়া বিরুদ্ধে এলাকায় মেয়েদের উত্যক্ত থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত আছে মামলার বাদী আশরাফুল ইসলাম দাবী করেন। এ ব্যাপারে শিশুর পিতার আশরাফুল ইসলাম বাদী হয়ে সুজন মিয়াকে আসামী করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।