সর্বশেষ আপডেট নভেম্বর ১৩, ২০২১ | ইমরান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ড্রাগন মার্শাল আর্ট সেন্টার কিশোরগঞ্জ শাখার বেল্ট র্যাংকিং ব্যাজ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ১৩ নভেম্বর শনিবার সকালে জেলা সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও ফাইট ডিরেক্টর (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান) এবং আন্তর্জাতিক এশিয়া কাপ কারাতে চ্যাম্পিয়ন মো: দেলোয়ার হোসেন দিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন সুকরানা ও সহকারি শিক্ষক স্বপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি তার কক্তব্যে বলেন- সুস্থ্যতা যে কত বড় নেয়ামত ও দামী সম্পদ তা হাসপাতালে না গেলে বুঝা যায় না। আসুন আমরা “মার্সাল আট” প্রেক্টিসের মাধ্যমে আত্মরক্ষা করি এবং সুস্থ্য থাকি। দূর করে দেই গ্যাস্ট্রিক, প্রেসার, ডায়াবেটিস, কোমর ব্যথা, বাত ব্যাথা, রগের টান ও হার্ট ব্লক হওয়া ইত্যাদি।