সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি ৯, ২০২২ | ইমরান
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা শহরে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ গাইটাল বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
বুধবার, ৯ ফেব্রুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ট্রাফিক বক্স উদ্বোধন করেন পুলিশ সুপার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুক্র শাহীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আল- আমিন, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ. দাউদ , ট্রাফিক ইন্সপেক্টর আবদুল হামিদ,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গাইটাল বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।