Monday, September 28News That Matters
Shadow

Day: September 3, 2020

কিশোরগঞ্জে ৭জনের দেহে করোনা শনাক্ত

কিশোরগঞ্জে ৭জনের দেহে করোনা শনাক্ত

আমার কিশোরগঞ্জ
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে ৭জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন করোনা শনাক্ত হওয়া ৭জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১, করিমগঞ্জে ২, কটিয়াদীতে ১, বাজিতপুরে ৩জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরো ২২ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়া এই ২২ জনের মধ্যে সদর উপজেলায় ৮, করিমগঞ্জে ৩, পাকুন্দিয়ায় ৪, কটিয়াদীতে ১, কুলিয়ারচরে ৬জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ২৩৩৪ জন সুস্থ্য হয়েছেন। অন্যদিকে জেলায় মোট ৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮৬ জন। তাদের মধ্যে ১৭জন হাসপাতালে এবং বাকি ১৬৯ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে
মেসি পক্ষের পল্টি, বার্সাতেই থাকার ইঙ্গিত

মেসি পক্ষের পল্টি, বার্সাতেই থাকার ইঙ্গিত

খেলা
লিওনেল মেসির দলবদল ইস্যু নাটক থেকে থ্রিলার সিরিজে রূপ নিয়েছে! কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। দুই পক্ষ এখন এক কথা বলছে, তো পরে বলছে আরেক কথা। মেসির বাবা যেমন বুধবার বলেন, তার ছেলে বার্সায় থাকছেন না। তার আগে বলেছেন, বার্সায় মেসির ভবিষ্যৎ কঠিন। অথচ এখন তিনি বলছেন, বার্সেলোনা প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের সঙ্গে 'ভালো' আলোচনা হয়েছে। মেসির বার্সাতেই আরও এক মৌসুম থেকে যাওয়ার প্রশ্নে 'হ্যাঁ' সূচক জবাবও দিয়েছেন লিওর বাবা জর্জ মেসি। ইতালির সংবাদ মাধ্যম মিডিয়াসেট এমনই দাবি করেছে। মেসির বাবা ইঙ্গিত করেছেন যে, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২১ মৌসুম পর্যন্ত বার্সায় খেলতে পারেন মেসি। দুই পক্ষ এ ব্যাপারে একমত হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মেসির বাবাকে মিডিয়াসেট প্রশ্ন রাখে- বার্সার সঙ্গে আলোচনা কেমন হয়েছে। জবাবে তিনি বলেন, 'ভালো।' মেসির কি চুক্তির মেয়াদ পর্যন্ত বা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

সারাদেশ
ন্যাশনাল ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলার  ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ০৩ সেপ্টেম্বর  ২০২০ বৃহষ্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। "মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে  বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিস চত্বরে জ
দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত-২১৫৮

দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত-২১৫৮

জাতীয়, সারাদেশ
ন্যাশনাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এদের মধ্যে পুরুষ
কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আমার কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নকে বহিস্কারের প্রতিবাদে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সভাবেশ করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ সৈয়দ নজরুল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সদ্য বহিস্কৃত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক কাজী আবেদীন সুলাইমান, সাবেক উপপ্রচার সম্পাদক তরিকুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মো. দিদার প্রমুখ। বক্তারা বলেন, এ বহিস্কারের পিছনে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের হাত রয়েছে। তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভুল
ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১৩ জনসহ ৬৫৯ জন করোনায় আক্রান্ত

ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১৩ জনসহ ৬৫৯ জন করোনায় আক্রান্ত

সারাদেশ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বৃহস্পতিবার পর্যন্ত জেলা রেজিষ্টার আঃ বারিসহ জেলায় আরও ১৩ জনসহ ৬৫৯ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৪১ জন, নলছিটিতে ১৩৬ জন, রাজাপুরে ২০৯ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭৩ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯২ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের তথ্যসূত্রে জানা গেছে।
ঝালকাঠিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জীর মৃত্যুতে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জীর মৃত্যুতে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সারাদেশ
ঝালকাঠি প্রতিনিধি: ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জীর মৃত্যুতে ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ঝালকাঠি মদন মোহন মন্দির চত্ত্বরে স্মরণ সভায় জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন। পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও কাউন্সিলর তরুণ কর্মকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা দুলাল সাহা, উপজেলা কমিটির সভাপতি প্রকৌশলী দীলিপ হালদার ও হিন্দু সম্প্রদায়ের নেতা নির্মল চন্দ্র দে তরণি ও অসীত বরণ সাহা। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের বন ও পবিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান ও দিলীপ সাহা বক্তব্য রাখেন। পরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠিতে শিক্ষকদের নিয়ে যক্ষ্মা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

ঝালকাঠিতে শিক্ষকদের নিয়ে যক্ষ্মা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

সারাদেশ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে যক্ষ্মা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টা অনুষ্ঠিত মতবিনিময় নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় ৩০জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। নাটাব ফিল্ড অফিসার মোঃ নাসিম উদ্দিন কর্মশালার সার্বিক তত্তাবধান করেন। ঝালকাঠি জেলায়া এ পর্যন্ত ৫২৪ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে বর্তমানে ২জন চিকিৎসাধীন রয়েছে। ব্র্যাক প্রতিমাসে জেলায় ৭০০-১০০০ ব্যক্তির কফ পরীক্ষা করছে। ঝালকাঠি জেলায় এই রোগের সুস্থ্যতার হার ৯৫%।
ইউএনও ওয়াহিদার অবস্থা বিপজ্জনক: চিকিৎসক

ইউএনও ওয়াহিদার অবস্থা বিপজ্জনক: চিকিৎসক

জাতীয়
ন্যাশনাল ডেস্ক: গভীর রাতে নিজের সরকারি বাসভবনে হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসক। বৃহস্পতিবার বিকালে নিউরোসায়েন্সেস হাসপাতালের অধ্যাপক ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে এক ব্রিফিংয়ে একথা জানান। ডা. জাহিদ হোসেন বলেন, ইউএনও আশঙ্কাজনক অবস্থাতেই আছেন। তার ব্লাডপ্রেসার, পালস এগুলোর উন্নতি না হলে এবং উনার যদি জ্ঞানের মাত্রার আরও অবনতি হয় তাহলে কিন্তু… উনি যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে আছেন। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক। চিকিৎসক আরও জানান, উনার (ইউএনও ওয়াহিদা খানম) চিকিৎসার জন্য ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে তার অস্ত্রোপচার করা সম্ভব নয়। প্রসঙ্গত, বুধবার রাত ৩টার দিকে উপজেল
মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

আন্তর্জাতিক
ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনাভাইরাসের কারণে অভিবাসনের পাসকার্ড থাকা প্রবাসীদেরও প্রবেশ করতে দিচ্ছে না মালয়েশিয়া। দেশটির নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ আরও ৯টি দেশকে যোগ করা হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার সরকার জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অভিবাসন পাস হোল্ডারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানানো হয়েছে, তালিকায় যুক্ত হচ্ছে আরও ৯টি দেশ। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হল- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব ও রাশিয়া। সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি সেই দেশগুলো এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ভেতর স্থায়ী অভিবাসী এবং শিক্ষার্থীদের