Saturday, September 19News That Matters
Shadow

Day: September 2, 2020

‘৭০ কোটি ইউরোতে ম্যান সিটিতে যেতে রাজি মেসি’

‘৭০ কোটি ইউরোতে ম্যান সিটিতে যেতে রাজি মেসি’

খেলা
লিওনেল মেসি ৭০ কোটি ইউরোতে বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যেতে রাজি হয়েছেন এবং তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হচ্ছে সিটি ফুটবল গ্রুপের। চুক্তি অনুযায়ী মেসি প্রথম তিন বছর খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এবং পরের দুই বছর খেলবেন সিটি ফুটবল গ্রুপের আরেক ক্লাব নিউইয়র্ক সিটি এফসির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। ব্রিটিশ ক্রীড়া বিষয়ক দৈনিক ‘রেকর্ড স্পোর্টস’ এর বরাত দিয়ে বুধবার এ খবর প্রকাশ করেছে ইএসপিএন ও দ্যা সান। মেসির সঙ্গে সিটি ফুটবল গ্রুপের রেকর্ড মূল্যের সাতশ মিলিয়ন ইউরোর (৬২৩ মিলিয়ন পাউন্ড) এ চুক্তিটি সম্পন্ন হলে মেসি হতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এ মূল্যকে ঘণ্টা ও দিন হিসেবে ভাগ করলে মেসি ঘণ্টায় পাবেন ১৪ হাজার ২০০ পাউন্ড, দিনে ৩ লাখ ৪১ হাজার পাউন্ড, সপ্তাহে ২৪ লাখ পাউন্ড, এবং মাসে পাবেন ১ কোটি ৪ লাখ পাউন্ড।
পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত-৩

পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত-৩

সারাদেশ
ন্যাশনাল ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ। তিনি জানান, ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই আরমান, মুক্তার ও নেওয়াজ নামে তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন। আহত তিনজনের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া আহত একজনকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।